Course Content
নমুনা পরীক্ষা
সস
0/1
ক্লাস – ০২ ইখলাস
সূরা ইখলাসের শব্দ সমূহ
0/2
অনুশীলন পরীক্ষা
ক্লাস ০২ এর উপর অনুশীলন পরীক্ষা
0/1
ক্লাস – ০৩ কাফিরুন
সূরা কাফিরুনের শব্দ সমূহ
0/3
অনুশীলন পরীক্ষা
ক্লাস ০৩ এর উপর অনুশীলন পরীক্ষা
0/1
মূল্যায়ন পরীক্ষা -১
মিডটার্ম পরীক্ষা-১ যার প্রশ্ন পত্রটি ১ম, ২য় এবং ৩য় ক্লাস এর উপর ভিত্তি করে করা হয়েছে।এ পরীক্ষার নাম্বার চূড়ান্ত পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। কাজেই উত্তর শুরু করার পুর্বে ভিডিও/পিডিএফ দেখে নিতে পারেন। এখানকার পরীক্ষা ধরন সম্পর্কে ধারনা না থাকলে। নমুনা পরীক্ষা দিয়ে প্রথমিক ধারনা নিতে পারেন । নমুনা পরীক্ষার লিঙ্ক https://forms.gle/jtW5aJeUWWVz9WaH8 একাধিকবার পরীক্ষা দেয়া যাবে, তবে প্রথম তিনটি পরীক্ষার মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার চূড়ান্ত পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। চাইলে দেখে দেখে ও পরীক্ষা দেওয়া যাবে (ঘোষণা দিতে হবে), তবে সে ক্ষেত্রে পুরস্কারের জন্য বিবেচিত হবে না। কেউ না দেখলেও , সর্ব দ্রষ্টা , সর্ব শ্রোতা, মহান আল্লাহ্‌ দেখছেন , বিষয়টি মাথায় রেখে অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকবেন ইন শা আল্লাহ্‌। ভিডিও লিঙ্ক ক্লাস-০১ https://youtu.be/OLaYPNxbntU ভিডিও লিঙ্ক ক্লাস-০২ https://youtu.be/Sb2x_pBczMM ভিডিও লিঙ্ক ক্লাস-০৩ https://youtu.be/1GPiEAYHr0k
0/1
ক্লাস – ০৪ সূরা ফাতিহার শব্দ সমূহ পাঠ-১
সূরা ফাতিহার শব্দ সমূহ পাঠ-১
0/2
অনুশীলন পরীক্ষা
ক্লাস ০৪ এর উপর অনুশীলন পরীক্ষা
0/1
ক্লাস – ০৫ সূরা ফাতিহার শব্দ সমূহ পাঠ-২
সূরা ফাতিহার শব্দ সমূহ পাঠ-২
0/2
মূল্যায়ন পরীক্ষা -২
মিডটার্ম পরীক্ষা-২ যার প্রশ্ন পত্রটি ৪র্থ, ৫মএবং ৬ষ্ঠ ক্লাস এর উপর ভিত্তি করে করা হয়েছে।এ পরীক্ষার নাম্বার চূড়ান্ত পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। কাজেই উত্তর শুরু করার পুর্বে ভিডিও/পিডিএফ দেখে নিতে পারেন। চাইলে দেখে দেখে ও পরীক্ষা দেওয়া যাবে (ঘোষণা দিতে হবে), তবে সে ক্ষেত্রে পুরস্কারের জন্য বিবেচিত হবে না। কেউ না দেখলেও , সর্ব শ্রোতা, সর্ব দ্রষ্টা , মহান আল্লাহ্‌ দেখছেন , বিষয়টি মাথায় রেখে অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকবেন ইন শা আল্লাহ্‌। ক্লাস-০৪ https://youtu.be/Tisy3Qc-a3o ক্লাস-০৫ https://youtu.be/qH9nDXC_wtA ক্লাস-০৬ https://youtu.be/jugNPrEpymE
0/1
ক্লাস – ০৭ সূরা নাসরের শব্দ সমূহ
সূরা নাসরের শব্দ সমূহ
0/3
ক্লাস – ০৮ সূরা ফালাকের শব্দ সমূহ
সূরা ফালাকের শব্দ সমূহ
0/2
ক্লাস – ০৯ তাশাহুদের শব্দ সমূহ
তাশাহুদের শব্দ সমূহ
0/2
ক্লাস – ১০ দুয়া মা সুরা ও সুরা নাসের অর্থ
দুয়া মা সুরা ও সুরা নাসের অর্থ
0/2
ক্লাস – ১১ সুরা আসর ও ইকামাতের শব্দ
সুরা আসর ও ইকামাতের শব্দ
0/2
ক্লাস – ১২ দরুদের শব্দ সমূহ
দরুদের শব্দ সমূহ
0/2
ফাইনাল পরীক্ষা
সকল ক্লাসের উপর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র করা হয়েছে। পরীক্ষার সময় ১ঃ২০ মিঃ মোট প্রশ্ন ১০০ টি। প্রয়োজনে ০১৯১৬৬৭৮১৮২
0/1
সার্টিফিকেট ডাউনলোড
কোরআনের আরবী ভাষার প্রাথমিক কোর্স

اَللّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَّلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ .

 

অর্থ

মূল শব্দ

ব্যবহার করা শব্দ

ক্রঃ

আমি যুলুম করেছি

ظَلَمَ সে জুলুম করেছে

ظَلَمْتُ

91

আমার অন্তর/নিজে কে

نَفْسٌ ، يَ

نَفْسِي

92

অনেক / প্রচুর

كَثِيرٌ

كَثِيرًا

93

সে মাফ করে/করবে

غَفَرَ

يَغْفِرُ

94

গুনাহ/পাপ সমূহ  

ذُنُبٌ

الذُّنُوبَ

95

দয়া করুন আমাকে

رَحِمَ ، ني

ارْحَمْنِي

96

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾‏ مَلِكِ النَّاسِ ﴿٢﴾‏ إِلَٰهِ النَّاسِ ﴿٣﴾‏ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾‏ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾‏ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾‏

তুমি বলে যাও — ”আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, — (1) ”মানুষের মালিকের, — (2) ”মানুষের উপাস্যের, (3) ”গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, — (4) ”যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়, (5) ”জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’ (6)

কুমন্ত্রণা দাতাটি

وَسْوَاسٌ

الْوَسْوَاسِ   

 

আত্মগোপনকারীটি

خَنَّاسٌ

الْخَنَّاسِ

97

সে কুমন্ত্রণা দেয়/দেবে

وَسْوَسَ

يُوَسْوِسُ

98

অন্তর/হৃদয়

صُدُورٌ

صُدُورِ

99

জিনের

جِنَّةٌ

الْجِنَّةِ

100